।।বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘‘শেখ হাসিনার বৈশ্বিক ভাবমূর্তি : প্রসঙ্গ রোহিঙ্গা প্রত্যাবাসন’’ শীর্ষক সেমিনার এবং ‘‘কলাম লেখার রীতি-নীতি, কৌশল শিখন ও অনুশীলন’’ শীর্ষক ওয়ার্কশপ ।।
।।ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাসান মোঃ শামসুদ্দীন।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন এবং আই বি এস সেমিনার রুম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম কর্তৃক আয়োজিত শেখ হাসিনার বৈশ্বিক ভাবমূর্তি : প্রসঙ্গ রোহিঙ্গা প্রত্যাবাসন শীর্ষক সেমিনার এবং কলাম লেখার রীতি-নীতি, কৌশল শিখন ও অনুশীলন ওয়ার্কশপ।
প্রথম বারের মত বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম অত্যন্ত সফলতার সাথে ঢাকার বাইরে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। মাননীয় মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন এবং প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন সেমিনারের প্রধান অতিথির আসন অলংকৃত করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মীজানুর রহমান, সভাপতি বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম, অধ্যাপক ড মোঃ শাহ আজম, উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড আতিকুল ইসলাম, উপাচার্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড মোঃ সুলতান উল ইসলাম, উপ-উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড নাসিম বানু, উপ-উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড রাশিদ আসকারী, সহ-সভাপতি, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম। অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাসান মোঃ শামসুদ্দীন। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনাসহ স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড মিল্টন বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মেয়র বলেন বর্তমানে আমরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তার মধ্যে অন্যতম সমস্যা রোহিঙ্গা সমস্যা। মিয়ানমার পুরো বিশ্বকে বৃদ্ধাংগুলি দেখিয়ে দিয়ে যাচ্ছে বছরের পর বছর। অনুষ্ঠানের অন্যান্য বক্তারা রোহিঙ্গা সমস্যার নানা দিক তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন ও বিশ্ব সম্প্রদায়কে এই সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।
সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের আই বি এস সেমিনার রুমে ‘কলাম লেখার রীতি-নীতি, কৌশল শিখন ও অনুশীলন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি, অধ্যাপক ড মীজানুর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য অধ্যাপক ড নাসিম বানু, ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড রাশিদ আসকারী, প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড মিল্টন বিশ্বাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস।
বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহসান হাবিব, জগেশ রায়, সাথী হালদার, জন বিশ্বাস, সেতু হালদার প্রভৃতি তরুণ সদস্যবৃন্দ সেমিনার ও ওয়ার্কশপ সফল করার জন্য নিরলসভাবে পরিশ্রম করেন।
ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা প্রশিক্ষকবৃন্দের অভিজ্ঞতার আলোকে নিজেদেরকে সমৃদ্ধ করেন। ঢাকার বাইরে এ ধরনের অনুষ্ঠান বাংলাদেশের তরুণ প্রজন্মকে বাংলাদেশের সমস্যা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে তাঁদের ভূমিকা রাখতে সাহায্য করবে। ভবিষ্যতে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো এবং বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম যৌথভাবে এ ধরনের উদ্যোগ নিলে শিক্ষার্থীরা গঠনমূলক কার্যক্রমে তাঁদের বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে।
এ ধরনের সাহসী, গঠনমূলক ও সফল উদ্যোগের জন্য বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের ভূমিকা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে তাঁরা ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথভাবে এ ধরনের আরও অনুষ্ঠানের আয়োজন করবে এটাই প্রত্যাশা।