শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেমিনার
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম।
বুধবার (১৫ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, জিয়াউর রহমান মিনি পাকিস্তান গড়ার কাজ করেছিলেন। তার সময়ের সরকারের যারা ছিল তাদের দেখলেই বোঝা যায়। তারপর রাষ্ট্রধর্ম করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক সংগ্রাম করেছেন এখন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন। ২০০৪ সালে তাকে ও তার দল আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন অত্যন্ত প্রয়োজন ছিল। সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, এরশাদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। এখন তিনি দেশের উন্নয়নে কাজ করছেন। রাষ্ট্র নির্মাণে শিক্ষাব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বর্তমানে ভূমিহীনদের আশ্রয়সহ নানা কাজে হাত দেন তিনি।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো শাহ্ আজম বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সময় যেভাবে মানুষ তাকে স্বাগত জানিয়েছিল, তেমনি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনেও লাখ মানুষ তাকে স্বাগত জানিয়েছিল। তখনই তাকে দলের দায়িত্ব দেওয়া হয়। জাতির পিতার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে এখনো কাজ করছেন তিনি।
সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, সহ-সভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারী, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া প্রমুখ।