ড. কামাল এখন চোরদের সাথী হয়েছেন: মতিয়া চৌধুরী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘১৯৭৫ সালের ১৬ আগস্ট শেখ হাসিনার অনুরোধ রাখেননি ড. কামাল। সেই তিনি এখন চোরদের সাথী হয়েছেন।’ শুক্রবার (১০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে ‘ষড়যন্ত্র যুগে যুগে’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা চোরের হাতের বন্দুক আর গেরস্তের হাতের বন্দুক এক করবেন না। চোরের বন্দুক দিয়ে সাধারণ মানুষ মারে আর গেরস্ত বন্দুক দিয়ে মানুষ বাঁচায়। তাই আশা করবো আপনারা চোরকে চোর লিখবেন।’
আয়োজক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব অধ্যাপক ড. শামসুল আলমসহ অনেকে।