‘উন্নত দেশ হতে চাইলে পুনরায় শেখ হাসিনাকে দরকার’
রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘বাংলাদেশকে যারা তলাবিহীন ঝুড়ি বলেছিলেন তাদের শেখ হাসিনা প্রমাণ করে দেখিছেন তিনি সব পারেন। দেশ তলাবিহীন নয়। অনুন্নত দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছেন। বাংলাদেশকে উন্নত দেশের কাতারে দেখতে চাইলে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে’
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সব সেক্টরে সফল নেতৃত্ব প্রদানের জন্য শত শত পুরস্কার, পদক পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি আমলে রেলের অবকাঠামো বলতে কিছু ছিল না। শতভাগ ব্যর্থ সেক্টর ছিল। নতুন রেলপথ গঠন করে শেখ হাসিনা আমাকে দায়িত্ব দেন। রেলের ৪৬ শতাংশ প্রকল্পের কাজ শেষ করা গেছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ছয়টি রুটে বুলেট ট্রেন চলবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা বিভাগের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক ড. শামসুল আলম বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের কারণ সুপরিকল্পনা। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকার পরিকল্পনা মাফিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।’
‘বিশ্বব্যাংকের বাগড়া প্রধানমন্ত্রীকে দমিয়ে রাখতে পারেনি। নিজেদের অর্থায়নে পদ্মাসেতু করার ঘোষণা দেন, সেটা এখন স্বপ্ন নয়, বাস্তবতা। শেখ হাসিনাকে আদর্শিক, দলগত ও উন্নয়নের মাঝে বাঁচিয়ে রাখতে হবে’ বলেন এ সিনিয়র সচিব)।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মিল্টন বিশ্বাস। আরও বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল মান্নান প্রমুখ।